ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় জামায়াতের সভায় এড, ফরিদ উদ্দিন ফারুকী বলেন

অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার আহবান

চকরিয়ায় জামায়াতের সভায় এড, ফরিদ উদ্দিন ফারুক
অক্টোবরের লগি-বৈঠার তান্ডবে নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার আহবা
চকরিয়া প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকার বায়তুল মোকারমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে
ঐতিহাসিক ২৮ অক্টোবর আওয়ামী লগি বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরণে ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৬অক্টোবর বিকাল ৩টায় পৌর সদরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মোঃ আরিফুল কবিরের সভাপতি ও সেক্রেটারী আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনু্ষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন ফারুকী। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মোঃ ফখরুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন, ৯নং ওয়ার্ড ইমারতের আমীর সৈয়দ মোঃ রাসেল, ৮নং ওয়ার্ড ইমারতের আমীর সৈয়দ আলম, পেশাজীবি ইউনিটেন সভাপতি আরিফুল ইসলাম, ৫ওয়ার্ড সভাপতি নুরুল হোসাইন, ৯নং ওয়ার্ডের সেক্রেটারী এহেছানুল হক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পাঠকের মতামত: