চট্টগ্রাম ব্যুরো :
কেন্দ্রে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে নগরীর কাজীরদেউড়িস্থ বিএনপিরকার্যালয়ে প্রতীকী অনশন পালিত হয়েছে।
সোমবার (০৯ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। অনশন কর্মসূচি চলাবস্থায় বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা। সকাল থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে কার্যালয়ে আসতে থাকে।
এসময় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়নসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এ অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: