বার্তা পরিবেশক ::
এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে। খবর বাসসের। তাকে চলতি মাসের ১২ জুন অপরাহ্ন থেকে ২০২১ সালের ১২ জুন অপরাহ্ন পর্যন্ত ৩বছর মেয়াদে বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। গত সোমবার ঢাকায় প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। তিনি এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের ‘এয়ার মার্শাল’ পদে পদোন্নতি আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার আগামী ১২ জুন অপরাহ্ন থেকে বিমান বাহিনী প্রধানের চাকুরি থেকে অবসর গ্রহণ করবেন। আগামী ১২ জুন অপরাহ্ন থেকে তার অবসর গ্রহণ কার্যকর হবে বলে একই দিন প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়।
পাঠকের মতামত: