অনলাইন ডেস্ক ::
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগসহ বিস্ফোরক আইনের দুই মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রবিবার দুপুরে বিচারপতি আবদুল হাফিজ এবং বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
মামলায় বলা হয়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।
পরে গিয়াস উদ্দিন কাদের ও স্থানীয় বিএনপি নেতা সারোয়ার আলমগীরসহ ৫০/৬০ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় একটি মামলা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন। এতে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের আদালত।
পাঠকের মতামত: