ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চুনতি হাজিরাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ নমিনিটের সময় সৌদিয়া পরিবহনের  দু’বাসের মুখোমুখি সংঘর্ষে প্রিয়া (১৬) নামের এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে উপজেলার লোহাগাড়া সদর ইউনিনের দ:সুখছড়ি হাবিলাইশ পাড়ার ডা: রফিক আহমের মেয়ে। একই ঘটনায়া আরো ৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, ঘটনার সময় চট্টগ্রাম মূখি সৌদিয়া পরিবহনের (চট্টমেট্রো ব- ১১-০১৩৯) ও কক্সবাজার মূখি সৌদিয়ার পরিবহনের (চট্টমেট্রো ব: ১১-০০৪৯) আরেকটি বাসেরর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রিয় নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী ঘটনাসরথলে নিহত হন। সে উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
রিপোর্ট লিখা পর্যন্ত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপিতালে প্রেরণ করেন। তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি।

পাঠকের মতামত: