ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

পেকুয়ায় পিতার বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় পিতার বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় জারিয়া সুলতানা খুকি নামের গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার অাবদু রশিদের কন্যা ও এক সন্তানের জননী।

বৃহস্পতিবার (৩১মে) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে থানার উপপরিদর্শক অাশিকুর রহমান।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৃহবধুর ভাই মোঃ সোহেল জানান, বোন দীর্ঘদিন ধরে স্বামী জসিম উদ্দিনের সাথে অাফ্রিকা ছিল। ইপসিয়া নামের এক সন্তানও অাছে। স্বামী কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার ছালেহ অাহমদের পুত্র। তিনি বর্তমানে অাফ্রিকায় অবস্থান করছে। অাফ্রিকায় বোনকে নির্যাতন করায় অামাদের বাড়িতে নিয়ে অাসি ও অাদালতে তাদের বিরুদ্ধে মামলা করি। ১মাস অাগে তালাকও হয়ে গেছে। ইপসিয়া কুতুবদিয়া দাদার বাড়িতে থাকে। এরই মাঝে ভোরে বোন গলায় ফাঁস লাগিয়ে অাত্মহত্যা করেছে। কি কারণে অাত্মহত্যা করেছে সে বিষয়ে অামরা অবগত নই।
তবে স্থানীয়রা জানিয়েছেন, সে কি অাত্মহত্যা করেছে নাকি নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

উপপরিদর্শক অাশিকুর রহমান জানান, পরিবার থেকে জানানো হয়েছে খুকির অাত্মহত্যার কথা। পিতা অাবদু রশিদের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সে অাত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে কি কারণে মারা গেছে।

পাঠকের মতামত: