অনলাইন ডেস্ক ::
সারাদেশে ঝড় ও শিলা বৃষ্টিতে নিহত হয়েছেন ৫ জন। গতকাল সন্ধ্যার এই ঝড়ে সিলেট, মাগুরা, দিনাজপুর ও যশোরে শিশুসহ চারজন নিহত হয়েছে। ঝড়ের আঘাতে ফসলের ক্ষতি হয়েছে। আম গাছের মুকুল ঝরে পড়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলায় ঝড়ের ত-বে এক নারী ও শিশু মারা গেছে। ওই নারী উপজেলার দশাল গ্রামে তার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
পথে নির্মাণাধীন একটি ভবন থেকে টিন উড়ে এসে তার গলায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাগুরা সদর উপজেলার পালিতা বেরোইল গ্রামের মদন মোল্লার ছেলে আকরাম হোসাইন মোল্লা (৫০) মারা গেছেন। যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে খাতুন (১৯) নামের এক তরুণী মারা যান বলে জানিয়েছেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সদস্য সাখাওয়াত হোসাইন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামে সৈয়দ আলী নামের একজন কৃষক বাড়ির উঠানে কাজ করার সময় শিলাবৃষ্টি মাথায় পড়ে মারা যান।
পাঠকের মতামত: