এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::
ককসবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকার সুলতান আহমদের পূত্র লিয়াকত আলী (৪০) দীর্ঘ পাঁছ বছর ধরে জটিল রোগে ভোগছেন। তিনি ঢাকা গেষ্টোলিভার,চট্রগ্রামে অভিজ্ঞ চিকিৎক দ্বারা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা ও ককসবাজার সদর হাসপাতালে চিকিৎসা কালে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা খরছ করে। প্রতিমাসে তিনবার করে রক্ত দিতে হয় রোগী লিয়াকত আলীকে। তার স্ত্রীর সাথে কথা হলে তিনি রোগীর পায়খানার রাস্তা দিয়ে প্রায়শ রক্তক্ষরণ হচ্ছে বলে জানান। বতর্মানে লিয়াকত আলীকে ভারতে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে আর্থিক সহযোগিতার হাত বাড়ানোর আহবান অসহায় পরিবারের। এদিকে ৯ ফেব্রুয়ারী সকালে লিয়াকত আলীকে দেখতে ছুটে যান সংবাদকর্মী এম আবুহেনা সাগর ও মফিজুল ইসলাম মফি।
পাঠকের মতামত: