ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৩নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন পূর্ব সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের জানালি পাড়া এলাকার মিয়াঁজানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, স্কুল থেকে বাড়ী ফেরার পথে হাজী বাজার অভিমুখে আসা বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা ধাক্কা দেয় স্কুলছাত্র জসিম উদ্দিনকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গাড়ীর চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়ীটি আটক করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: