ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পুলিশের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে: মিজানুর

মিজান মানবাধিকারমিজান মানবাধিকারনিউজ ডেস্ক ::

পুলিশের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের (৪৫) মৃত্যুর খবর শুনে ড. মিজানুর রহমান বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। সেখানে বার্ন ইউনিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন তিনি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “পুলিশের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে। এদের চিহ্নিত করে রোখা দরকার।”

ড. মিজানুর বলেন, পেশাগত দায়িত্ব পালনে পুলিশ অবহেলা করছে।

বুধবার রাতে বাবুল শাহআলী থানার গুদারাঘাট এলাকায় ফুটপাতে বসে চা বিক্রি করছিলেন। সাড়ে নয়টার দিকে তিন-চারজন পুলিশ গিয়ে ফুটপাতে বসার জন্য তার কাছে টাকা চান। টাকা দিতে না চাইলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তেলের চুলায় (স্টোভে) আঘাত করেন। এ সময় স্টোভ বিস্ফোরিত হলে বাবুলের শরীরে আগুন ধরে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।

দেলোয়ার হোসেন নিজেকে শাহ আলী থানার পুলিশ কনস্টেবল পরিচয় দেন বলে অভিযোগ বাবুলের পরিবারের।

পাঠকের মতামত: