ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় স্কুল ছাত্র বিপ্লবের খোঁজ নেই ১৪দিন

নাজিম উদ্দিন,পেকুয়া ::20170320_172235-1

পেকুয়ায় বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র বিপ্লব কান্তি নাথ (১৪) এর খোঁজ নেই চৌদ্দ দিন। গত ৮মার্চ সকালে বিপ্লব বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সে সময় থেকে অদ্যবধি পর্যন্ত এ মেধাবী শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। চৌদ্দ দিন ধরে এ শিক্ষার্থী নিখোঁজ থাকায় তার পরিবারে উদ্বেগ বেড়েছে। তার মা স্বামী পরিত্যক্ত দিপাবালা নাথ একমাত্র সন্তানের জন্য অস্থির হয়েছে। রক্তের একমাত্র গর্বের ধনের সন্ধ্যান না পেয়ে বিচলিত প্রায়। বিপ্লব কান্তি নাথের পিতার নাম সুমন মজুমদার। মা দিপা বালা নাথ বারবাকিয়া ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা। ওই মহিলার পিতা মুক্তিযোদ্ধা ধনাঞ্জয় দেব নাথ। মায়ের বিয়ের পর স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে একমাত্র সন্তান বিপ্লব। সে জন্মের ছয় মাসে পিতা নিরুদ্দেশ হন। সে সময় থেকে দিপা বালানাথ বাপের বাড়িতে সন্তানকে নিয়ে আশ্রয় নেন। ছেলে বিপ্লব তার এক মাত্র আদরের সন্তান তাকে পড়া লেখা করাচ্ছিলেন মা। চৌদ্দ দিন ধরে নিখোঁজ রয়েছে বিপ্লব। সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে। কিন্তু কোথাও তার সন্ধ্যান মেলেনি। মা দিপাবালা নাথ এ বিষয়ে পেকুয়া থানায় একটি অভিযোগ (ডায়েরী) দায়ের করেছেন। এ বিষয়ে দিপাবালা নাথ জানায় আমার বিপ্লবকে ছাড়া বাচঁবনা। স্কুলে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। আর ফিরেনি বাড়িতে। অনেক জায়গায় খোঁজেছি। কোন খবর পাইনি। আমার ছেলে বেঁচে আছে কিনা জানিনা। আপনারা আমার কলিজার টুকরাকে এনে দিন। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া জানায় জিড়ি হয়েছে। খ্ঁোজ নেয়া হচ্ছে বিপ্লবের বিষয়ে।

পাঠকের মতামত: