ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

টেকনাফে মানবপাচারকারী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি ::

atokকক্সবাজারের টেকনাফ উপজেলায় মো. তৈয়ুব ওরফে মধু তৈয়ুব নামে এক শীর্ষ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তৈয়ব সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের জহির আহমদের ছেলে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেফতারী পরোয়ানাভুক্ত শীর্ষ মানব পাচারকারী মো. তৈয়ুব এলাকায় অবস্থান করার খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মালেকের নেতৃত্বে একটি টিম উত্তর লম্বরী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মানব পাচারের দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

ওসি আরও জানান, তৈয়ুব সাগরপথে মালয়েশিয়া মানব পাচারের কাজে জড়িত ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পাঠকের মতামত: