ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মাতারবাড়ীতে ডাক্তারের ভুল চিকিৎসায় এক রোগী শয্যাশায়ী

medicalছালাম কাকলী, কক্সবাজার  :

মাতারবাড়ীতে এক খোঁয়াক ডাক্তারের হাতে চিকিৎসা করে হাসিনা নামে এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো মাতারবাড়ীতে চলছে তোলপাড়।

মাতারবাড়ীর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও কৃতি ফুটবলার উত্তর রাজঘাট এলাকার বাসিন্দা নবীর হোছন ভুট্টো জানান, তার বোন ৫ সন্তানের জননী হাসিনা আক্তারের কয়েকদিন পূর্বে মাসিক রক্ত¯্রাব নিয়মের চেয়ে বেড়ে যায়। এতে সন্দেহ হওয়ায় তার বোন নতুন বাজারস্থ খোঁয়াক ডাক্তার আব্দুল আল মামুনের শরনাপন্ন হয়। ডাঃ আব্দুল আল মামুন পরীক্ষা-নিরীক্ষা না করে ইনজেকশন করার পর কিছু ট্যাবলেট ও ক্যাপসুল দিয়ে দেয়। ঐ দিন ইনজেকশন করার সাথে সাথে তার বোনের শরীর ক্রমান্বয়ে ফুলতে থাকে। রক্ত¯্রাব আরো বেড়ে যাওয়ার পাশাপাশি শরীর একেবারে ফুলে যায়। শরীরের অবস্থা অবনতি দেখে তার বোনকে গতকাল ১৭ অক্টোবর সকালে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়।  তখন রোগীকে আজ ১৮ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্বজনরা । এ ঘটনায় উক্ত খোঁয়াক ডাক্তারের বিরুদ্ধে এলাকায় চলছে তোলপাড়।

পাঠকের মতামত: