মুম্বাই: : হাতে বেশ কয়েকটা কাটা দাগ৷ কাঁধেও চোট পেয়েছেন৷ যন্ত্রণায় চিৎকার করছেন৷ কী করে এ হাল হল প্রিয়াঙ্কা চোপড়ার?
ক’দিন আগেই কোয়ান্টিকোর দ্বিতীয় পর্ব থেকে কিছু অন্তরঙ্গ দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়৷ সে নিয়ে নানা আলোচনার ঝড় বয়েছিল৷ কিন্তু এবার একেবারে উল্টো দৃশ্য, রীতিমতো চোট পেয়েছে তিনি৷ যেন ঝড় বয়ে গিয়েছে শরীর জুড়ে৷
আসলে দু’টোই অভিনয়৷ ঘনিষ্ঠ দৃশ্যের অন্তরঙ্গতা যেমন অভিনয়, তেমনই এই চোট পাওয়ার দৃশ্যও৷ সম্প্রতি যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে বোঝা যাচ্ছে বড়সড় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি৷
পিছনে ধাওয়া করেছে কিছু মুখোশধারী লোক৷ প্রিয়াঙ্কার নিজের হাতেও পিস্তল৷ তবে ছবি দেখে বোঝা যাচ্ছে, প্রিয়াঙ্কাকে কাবু করতে পারেনি মুখোশধারীরা৷ বরং পাল্টা মার যে তিনি দিয়েছেন এমনটাই ইঙ্গিত মিলছে৷ যেমন ঘনিষ্ঠ দৃশ্য তেমন অ্যাকশনেও যে তিনি সমান দড়, প্রিয়াঙ্কা যেন সেটাই দেখিয়ে দিলেন৷
পাঠকের মতামত: