পেকুয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ৭০হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। স্থানীয় তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ৬টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজ্বি বাজার আহেলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে। আহত ব্যবসায়ীর নাম মো.কাইসার (২৯)। তিনি ওই ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার হাজ্বি মোজাম্মেল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন সকালে মো.কাইসার নিজ বাড়ি থেকে হাজ্বি বাজারে তার নিজ প্রতিষ্টান চায়ের দোকানে আসছিলেন। পথি মধ্যে বনকানন-হাজ্বিবাজার সড়কে মাদ্রাসা সংলগ্ন স্থানে পৌঁছলে পুর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার মৃত.বদিউল আলমরে ছেলে কাছিম আলী, তার ছেলে রাসেল ও নুরুচ্ছফার ছেলে মাহাবু পথরোধ করে। এ সময় তারা ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর করে নগদ ৭০হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত কাইসার উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী তসলিমা বেগম জানায় আমার ভাই বেলাল উদ্দিন ওমান যাচ্ছেন। ভিসার জন্য আমার স্বামী ৭০হাজার টাকা ভাসুর কাইসারকে দেয়। ওইদিন সকালে টাকা নিয়ে বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় তারা হামলা চালিয়ে সব টাকা ছিনিয়ে নেয়। কাইসারের ভাই মো.করিম জানায় হাজ্বি বাজারে কাইসার ও কাছিম আলীর পাশা পাশি চায়ের দোকান আছে। তারা দু’জনের মধ্যে ব্যবসায়ীক দ্বন্ধ রয়েছে। এনিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। গত ১৫দিন আগে কাছিম আলী মুঠোফোনে কাইসারকে হত্যার হুমকি দেয়। এদিন এর জের ধরে কাছিম আলীসহ দুর্বৃত্তরা আমার ভাইকে নির্দয় পিটিয়ে আহত করে টাকা নিয়ে যায়। এ ব্যাপারে জানতে অভিযুক্ত কাইসারের মুঠোফোনে যোগাযোগ করা হয়। রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
পাঠকের মতামত: