ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে অপহৃত শিশু চকরিয়ায় উদ্ধার

uddar_1coxs-bazar-rab-7চট্টগ্রাম নগরী থেকে অপহৃত মো. মোত্তাকিম নামে এক শিশুকে চকোরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় শফি আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

শনিবার গভীর রাতে ওই শিশুকে উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার হওয়া মোত্তাকিম ডবলমুরিং থানার আসকারাবাদ ম্যাম গলির কাজী মো. ইউসুফ চৌধুরীর ছেলে।

ডবলমুরিং থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে চিপস খাওয়ানোর কথা বলে মোত্তাকিমকে নিয়ে চকরিয়ায় চলে যায় শফি। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ফাঁদ পাতে। বিকাশ করে ২০ হাজার টাকা পাঠিয়ে সেই বিকাশ নম্বরের সূত্র ধরে ডবলমুরিং থানার একটি দল চকরিয়ায় টাকা উত্তোলনকারী শফি আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার কৈয়ারবিল থেকে মোত্তাকিমকে উদ্ধার করা হয়।

 

পাঠকের মতামত: