ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

‘ইসি নিয়ে বিতর্ক নয় -সৈয়দ আশরাফ

ashrafঅনলাইন ডেস্ক :::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন নিয়োগ দেন প্রেসিডেন্ট। উনি সবার সঙ্গে আলাপ করেই সেটা দেন। তিনি যে ইলেকশন কমিশন গঠন করবেন সেটাই হবে সবার কাছে গ্রহণযোগ্য। আজ আওয়ামী লীগের ধানম-ির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা যদি সবকিছু নিয়েই বিতর্ক করি, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের মাথা ঠেকানোর জায়গা কোথায়? বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, অহেতুক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যদি বিতর্ক করি, তাহলে সভ্যতা থাকবে না, আইন থাকবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের সর্বোচ্চ অর্জন হল, এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের উর্ধ্বে রাখা। এ কারণেই পৃথিবীতে সভ্যতা টিকে আছে। দেশে যদি আইন-কানুন না থাকে, তাহলে সভ্যতাই থাকবে না। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সভ্যতার একেকটি স্তম্ভ। এই প্রতিষ্ঠান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কিছু নাই। সুতরাং আশা রাখি, আমরা এই সব প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের উর্ধ্বে রাখব এবং সম্মান দেখাব। উল্লেখ্য, মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সার্চ কমিটি করেন, আর যাই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না। তারই প্রতিক্রিয়া দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতিসংঘ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিন ২৬ সেপ্টেম্বর গণঅভ্যর্থনা কর্মসূচি সফল করতে ঢাকা ও আশপাশের জেলা-উপজেলার আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন সৈয়দ আশরাফ। অন্যদের মধ্যে আওয়ামী লেিগর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী ও বি এম মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: