ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

নয়া পল্টনে ‘আসল বিএনপি’র মহড়ায় হামলা

রাজধানীর নয়া পল্টনে মহড়া দিয়ে গিয়ে বিএনপি কর্মীদের তোপের মুখে পড়েছে কথিত ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। আজ দুপুর আড়াইটার দিকে তাদের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে আসল বিএনপি’র কয়েকজন আহত হয়। আজ পূর্বঘোষণা অনুসারে নয়া পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহড়া দিতে যায় কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’র কর্মীরা। তারা জোনাকি সিনেমা হলের কাছে পেীঁছালে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ‘আসল বিএনপি’র দুই কর্মী আহত হন। পরে বিএনপির নেতাকর্মীরা নয়া পল্টনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। আহত ‘আসল বিএনপি’র এক কর্মী জানিয়েছে যে তাকে মহোড়ায় অংশ নেয়ার জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসল বিএনপি’র মহড়ার খবর পেয়ে বেলা পৌনে দুইটার দিকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনে লাঠিসোটা নিয়ে বেরিয়ে তাদের ‘প্রতিহত করে’।

পাঠকের মতামত: