ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

জন্মদিন পালনের মামলায় খালেদাকে আদালতে তলব

 khaleda-ziaঅনলাইন ডেস্ক :::

জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত তলব করেছে। এই মামলায় ১৭ অক্টোবর তাঁকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে আজ সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন। ওই আদালতের পেশকার আতিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার বাদী জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া প্রথম ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। এটি যে তাঁর ভুয়া জন্মদিন, তা প্রমাণে আমরা চারটি নথি আদালতে দাখিল করেছি। এই চারটি হলো খালেদা জিয়ার পাসপোর্টের কপি, যেটাতে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ৫ আগস্ট, বিয়ের কাবিননামা, যাতে জন্ম তারিখ ১৯৪৪ সালের ৯ আগস্ট, মেট্রিক পরীক্ষার নম্বরপত্র, যেটাতে জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর এবং দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তাঁর জীবনীর কপি, যাতে উল্লেখ রয়েছে তাঁর জন্ম তারিখ ১৯৪৫ সালের ১৯ আগস্ট। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎ​সব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎ​সা ও বানোয়াট কথা বলা হয়।

পাঠকের মতামত: