ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কেরি-খালেদা বৈঠক

_khaledaঅনলাইন ডেস্ক :::

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক হয়। এতে খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে দলের মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বৈঠকে গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কথা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে জঙ্গিবাদের ঘটনা ঘটেছে এসব বিষয়েও আলোচনা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইস্যুতে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায় বলে কেরি জানিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগামী নির্বাচন ও গণতন্ত্র সব নিয়ে কথা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য।

পাঠকের মতামত: