চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগর বিএনপি’র কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষনা করেছে কেন্দ্র। নতুন কমিটিতে সাধারন নগর বিএনপি’র সাধারন সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনকে সভাপতি এবং সাবেক ছাত্রদলের নগর যুবদলের সাধারন সম্পাদক আবুল হাসেম বক্করকে সাধারন সম্পাদক করে তিন জনের নাম ঘোষনা করেছে কেন্দ্র। সাবেক ছাত্রদল নেতা আবু সুফিয়ানকে সহ সভাপতি দেওয়া হয়েছে।
২০১০ সালে চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ব্যাপক বিশৃঙ্খলভাবে অনুষ্ঠিত ওই সম্মেলনের পর সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা ডা.শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র।
বাকি তিনজন হলেন, সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরী এবং সহ সভাপতি আবু সুফিয়ান ও শামসুল ইসলাম চৌধুরী।
দন্তগীর চৌধুরীর ২০১১ সালে মারা যান। বাকি চার সদস্য নিয়েই পার হয়ে যায় আরও ছয় বছর। অপূর্ণাঙ্গ কমিটি নিয়ে ছয় বছরে বিভিন্ন সভা সমাবেশে নেতা কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছিলো। এমনকি ডা.শাহাদাৎ হোসেনের গাড়িও ভাংচুর চালানো হয়। সম্প্রতি বিএনপির কাউন্সিলের পর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনকে কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। এবার শাহাদাৎ পদোন্নতি পেয়ে সভাপতি হলেন।
এদিকে নগর বিএনপির সভাপতির পদ থেকে বাদ পড়া আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছে দলটির কেন্দ্র কমিটি। তাকে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে স্থা দিয়েছে কেন্দ্র।
পাঠকের মতামত: