ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

জাতীয় ভাবে খুতবা রচনা হবে প্রতি সপ্তাহে’

imagesবিবিসি:

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে মিস্টার আফজাল বলেন, সারা বিশ্বের মুসলিম দেশগুলো জাতীয় ভাবে খুতবা রচনা করা হয়।
“কোরান হাদিসের আলোকে আমরা জাতীয় মসজিদের খুতবা রচনা করবো প্রতি সপ্তাহে। সবাইকে উদ্বুদ্ধ করবো যেন তারা এটা দেখেন”।
তার মতে যারা এটা নিয়ে বিতর্ক করছে তারা সেটা করছেন রাজনীতির জন্য। তবে এটি কারও ওপর চাপিয়ে দেয়া হচ্ছেনা।
তিনি বলেন দেশে প্রায় তিন লাখ মসজিদ আছে। তাদের কাছে খুতবা পৌঁছিয়ে দেয়া হবে।
আগামী তিন সপ্তাহের খুতবা পাঠানো হয়েছে এবং পরে বই আকারে মসজিদে মসজিদে পাঠানো হবে।
মিস্টার আফজাল বলেন. “খুতবায় কোরানে আয়াত থাকে, হাদিস এবং সমসাময়িক সমস্যার ব্যাখ্যা কোরান হাদিসের আলোকে হয়ে থাকে। এখানে কোরান হাদিসের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই”।

 

পাঠকের মতামত: