ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকনাফে মালিকবিহীন ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

yaba,গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ :::

টেকনাফ সাবরাং ইউনিয়নের খুরেরমুখ সমুদ্র তীরবতী স্থাপিত বিজিবির চেকপোষ্টের সদস্যরা গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে। যা বাজারমূল্য ৩ কোটি টাকা বলে জানা গেছে।

বিজিবি সুত্রে জানা যায়, গতকাল ১৫জুলাই ভোর রাত আড়াইটার দিকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ বিজিবি চেকপোষ্টে কর্তব্যরত সদস্যরা মুন্ডারডেইল সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। এই সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত: