নিউজ ডেস্ক :: ঈদযাত্রায় সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে কুমিল্লা সদরের আলেখাঁর চর বিশ্বরোডে হানিফ পরিবহনের ওই বাস খাদে পড়ে যায়।
বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম।
তিনি বলেছেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলেখাঁর চর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়লে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ তিনজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে। নিহত একজন হলেন ওই বাসের সুপারভাইজার সোহাগ। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
পাঠকের মতামত: