ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

এখনো ৭ জাপানি নিখোঁজ

12নিউজ  ডেস্ক ::

ঢাকা: গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর যৌথ অভিযানে ছয় হামলাকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে এক হামলাকারীকে। জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এক নাগরিককে রেস্তোরাঁ থেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছেন সাতজন।

জাপানের মন্ত্রিসভার উপসচিব কইচি হ্যাগিউদা শনিবার বলেন, হামলার সময় রেস্টুরেন্টে একসঙ্গেই ছিলেন জাপানের আট নাগরিক।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। জাপানের ওই নাগরিকরা হলি আর্টিসান বেকারিতেই ছিলেন বলে জানানো হয়েছে।

হ্যাগিউদা আরো বলেন, জীবিত উদ্ধার হওয়া জাপানি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। জিম্মি সংকট সম্পর্কে কোনো বিশেষ কথা না বললেও উদ্ধার হওয়া জাপানি নাগরিক কথা বলতে পারছেন বলে জানান তিনি।

হ্যাগিউদা বলেন, আট জাপানি নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার হয়ে তারা একটি প্রকল্পে যুক্ত ছিলেন।

পাঠকের মতামত: