ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

তথ্য থাকলে খুনিদের গ্রেপ্তার করছেন না কেন?

khaleda ziaঅনলাইন ডেস্ক ::

দেশে গুম খুনের সঙ্গে কারা জড়িত প্রধানমন্ত্রী যদি জানেনই তাহলে কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সরকার সন্ত্রাস ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় এমন মন্তব্য করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গুম, খুনে অভিজ্ঞ তাদের সরকারে রাখায় দেশ অস্থিতিশীল। আর প্রকৃত খুনিদের বিদেশে পাঠিয়ে দিয়ে সাঁড়াশি অভিযানের বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করে বাণিজ্য করা হচ্ছে।’

আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন।

বিএনপিপন্থি পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) ইফতারের আয়োজন করে।

সাম্প্রতিক সময়ের গুপ্তহত্যার ঘটনায় দুটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অব দ্য গভর্নমেন্ট (সরকারপ্রধান)। সব তথ্য নিশ্চয়ই আমার কাছে আছে। সরকার বসে নেই। গোয়েন্দা সংস্থাও বসে নেই। তদন্তের স্বার্থে হয়তো সব কথা, সব তথ্য প্রকাশ করা যাবে না।’ প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া এসব কথা বলেন।

জঙ্গিদমনে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘সাঁড়াশি অভিযানের নামে আসল অপরাধীদের আড়াল করে নিরীহ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে বাণিজ্য করছে।’

– ঢাকাটাইমস

পাঠকের মতামত: