ঢাকা,সোমবার, ৩ মার্চ ২০২৫

পেকুয়ায় গুলি করে ওসির বাড়ির খামারের গরু লুট

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :: কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসির বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে গরু ডাকতেরা।

গতকার রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওসির গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওইদিন গভীররাতে মাষ্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতেরা হানা দেয়। বাড়ির একটু দূরে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কে দাঁড়ানো ছিল বহনকারী পিকআপ। গরুর খামার থেকে তিনটি গরু গাড়িতে তুলে লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতেরা দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি জাহেদুল কবির এর ছোট ভাই মনিরুল কবির রাশেদ বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশুনা আমি করি। খামারে ছোট বড় ৮টি গরু আছে। রাতে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত সোয়া একটার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি মুঠোফোনে কল করে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতেরা। এসময় ঘর থেকে বের হলে দেখি সড়কের ওপর একটি কাটা পিকআপ। ওই পিকআপে গরু তুলছে। এসময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে আমাকে লক্ষ্য করে পরপর দুরাউন্ড গুলি করে তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলতে না পারায় একটি গরু ফেলে যায়। লুটকৃত গরুর আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকা হবে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন,খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন গিয়েছিল।গরু উদ্ধার সহ ডাকাত শনাক্তের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

পাঠকের মতামত: