ঢাকা,সোমবার, ৩ মার্চ ২০২৫

অনিয়ম ও পরীক্ষার ফলাফলে কারসাজি

চকরিয়া কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

এসব অনিয়মের প্রতিবাদে আজ সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা । তাদের দাবি, খাতা পূণরায় মূল্যায়ন করে চুড়ান্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করার সুযোগ দিতে হবে। প্রায় এক ঘন্টা সড়কে বিক্ষোভের খবর পেয়ে চকরিয়া  থানা পুলিশ-সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের মোবারক হোসাইন জিহান, সায়েদ হাসান গিয়ে বুঝিয়ে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়ে নেয়।

চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের কাছে সাংবাদিকরা জানতে চাইলে, তিনি ছাত্র আন্দোলনের বিষয়টি এড়িয়ে যান এখানে তেমন কোনো ঘটনা ঘটেনি বলে উত্তর দেন।

চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত (ওসি তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, চকরিয়া কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিল, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন।

পাঠকের মতামত: