কক্সবাজারে নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বদি গ্রেপ্তার
কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজারের টেকনাফে গত ১৭ নভেম্বর ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সম্পর্কিত মোট ১৬টি মামলার আসামি বদি আলম প্রকাশ বদিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) তাকে কক্সবাজারের ঈদগাঁও থানাধীন পূর্ব নাপিতখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে টেকনাফের নয়াবাজারে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে।
গ্রেপ্তার বদি আলমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতিসহ মোট ১৬টি মামলা রয়েছে। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, বদি আলম এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন এবং তিনি নিজেই ভিকটিমকে ছুরিকাঘাত করেছিলেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই কক্সবাজারে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়রা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা দাবি করেছেন, এই ধরনের ঘটনা কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ তা প্রমাণ করে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান চকরিয়া নিউজকে জানিয়েছেন, গ্রেপ্তার বদি আলম প্রকাশ বদিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কক্সবাজারের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: