ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

পেকুয়ায় চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যার ঘটনায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
আজ (বুধবার) বিকেলে চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী রিয়াদুল ইসলাম জানান, বড় ভাই আরিফকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই মামলায় মগনামার ইউনুছ চেয়ারম্যান এজাহারভুক্ত আসামী। আজ (বুধবার) তাকে চকরিয়া থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫।
মগনামার চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে শিক্ষক আরিফ হত্যা মামলায় র‍্যাব গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা।
উল্লেখ্য: গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে অপহৃত হন পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ। তাকে অপহরণের পর প্রথম দফায় ২৫ লাখ, দ্বিতীয় দফায় ৩৫ লাখ ও তৃতীয় দফায় ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ১ অক্টোবর অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম পেকুয়া থানায় একটি অপহরণ মামলা করেন। ১১ অক্টোবর বিকালে ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এরপর নিহত আরিফের ভাই রিয়াদুল ইসলাম বাদী হয়ে ১৮জনকে হত্যা মামলায় আসামীর তালিকায় অর্ন্তভুক্ত করতে বিজ্ঞ আদালতে আবেদন করেন। ওই মামলায় ৫নং আসামী চেয়ারম্যান ইউনুছ চৌধুরী।

পাঠকের মতামত: