ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

অনলা্ইন ডেস্ক :: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের শহীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে একই এলাকা থেকে আটক করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

মির্জা আব্বাসের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তার পরোয়ানা জারির পর মঙ্গলবার সকাল থেকে তার শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছিল পুলিশ। রাতে শহীদবাগ এলাকায় ঢাকা ব্যাংক শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গ্রেপ্তারের এই তথ্য জানান।

তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত মির্জা আব্বাসের জামিন আবেদন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পাঠকের মতামত: