লোহাগাড়া প্রতিনিধি :: লোহাগাড়ার চুনতিতে পানভর্তি ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবদুর রহমান (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি কক্সবাজারের মহেলশখালী থানার বড় মহেশখালী মাঝের ডেইল এলাকার মৃত রিয়াজ উদ্দিনের পুত্র।
আজ বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার হতে কিছুদূর যাবার পর পর যানবাহন ও গতিপথ পরিবর্তন করছিল অস্ত্র ব্যবসায়ী আবদুর রহমান এমন সংবাদের ভিত্তিতে জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনার জন্য ওৎ পেতে থাকে পুলিশ।
এ সময় একজন লোক হাতে ১টি ব্যাগ নিয়ে পায়ে হেঁটে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ ধাওয়া করে হাতে থাকা ১টি পান ভর্তি ব্যাগসহ তাকে গ্রেফতার করে। পরে ব্যাগে তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ৭ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেফতার আবদুর রহমান একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র-কার্তুজ বিক্রির জন্য অভিনব কায়দায় চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পাঠকের মতামত: