ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

জেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :: সদ্য অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের বিজয়ীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৪৩ বিধি মোতাবেক চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে কক্সবাজার জেলা পরিষদে নির্বাচিত ঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন ইসি।

গত ১৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তবে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালত কর্তৃক স্থগিত করা হয়েছে। ভোলা ও ফেনী জেলার সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
এই অবস্থায় ৫৭টি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে ১ হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৬০ হাজার ৮৬৬ জন। তারা ৪৬২টি ভোটকেন্দ্রের ৯২৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন মহিলা সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
কক্সবাজারে বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত আসনে ১ নং ওয়ার্ডে আশরাফ জাহান কাজল, ২ নং ওয়ার্ডে হুরায়রা বেগম, ৩ নং ওয়ার্ডে তানিয়া আফরিন। সদস্য পদে ১ নং ওয়ার্ডে জাফর আহমেদ, ২ নং ওয়ার্ডে হুমায়ুন কবির চৌধুরী, ৩ নং ওয়ার্ডে মাহমুদুল করিম, ৪ নং ওয়ার্ডে ফরিদুল আলম, ৫ নং ওয়ার্ডে মোঃ আরিফুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে মোঃ আবু তৈয়ব, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ শওকত হোসেন, ৮ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম মুন্না এবং ৯ নং ওয়ার্ডে নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত: