ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ার মাদক ব্যবসায়ী ফাইতংয়ে চোলাই মদসহ আটক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া  :: চকরিয়ার সীমান্তবর্তী  লামার ফাইতংয়ে অভিযান চালিয়ে ৬৯ লিটার চোলাই মদসহ তৌহিদুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বমুরকুলপাড়ার নুরুল ইসলাম ছেলে। বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১টায় ফাইতং পুলিশ ফাঁড়ি নিচে রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম শেখ জানান, চকরিয়া-বানিয়ারছড়া-ফাইতং সড়ক দিয়ে চোলাই মদ পাচারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি চোলাই মদ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। ফাইতং পুলিশ ফাঁড়ির নিচে রাস্তার মাথায় নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে তৌহিদুল ইসলামকে বস্তা ভর্তি ৬৯ লিটার চোলাই মদ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় আরেক সহযোগী পালিয়ে যায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী চকরিয়া নিউজকে বলেন, ‘গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে।’

পাঠকের মতামত: