ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়াতে স্বাস্থ কর্মকর্তার গাড়ি চাপায় ১জন নিহত

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্কার গাড়ি চাপায় ১জন নিহত হয়েছে । আজ শনিবার ২১শে মে সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা ।

নিহত ব্যক্তির নাম মনির আহমদ (৭৫), তিনি বরকত মিয়া হ্যাচারীর ম্যানেজার বলে জানা গেছে । রাস্তা পারাপারের সময় এই পাজারো গাড়ীর চাপায় নিহত হয়েছেন।

পরে গাড়ীটি রাস্তার পাশে পড়ে গিয়ে ড্রাইবারও গুরতর আহত হয়েছে। নিহত মনির সাতকানীয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবুল খাইরের ছেলে। দুর্গঘটনা কবলিত গাড়ীটি স্বাস্থ্য মন্ত্রনালয় চট্টগ্রামের উপপরিচালকের ব্যবহৃত সরকারি গাড়ী বলে জানা গেছে ।
চকরিয়া বানিয়ারছড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ।

পাঠকের মতামত: