ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চিরিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন চিরিংগা ইউনিয়ন শাখার সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল আলম। বুধবার ১১ মে বিকাল তিনটায় পালাকাটা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান চৌধুরী, জেলা সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, শওকত ওসমান, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আবু মুছা, সদস্য আলমগীর হোছাইন, রুস্তম শাহরিয়ার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। সম্প্রতি ইউপি নির্বাচনে চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করায় দল থেকে বহিস্কার করা হয়েছে। সভাপতি পদটি দীর্ঘদিন শূন্য থাকার পর ১১ মে সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন করে শূন্যপদ পূরণ করা হয়েছে।

পাঠকের মতামত: