ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় টমটমের চাকায় ওড়না প্যাচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

এম.মনছুর আলম, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক (টমটমের) চাকায় ওড়না প্যাচিয়ে নুসরাত জাহান বৃষ্টি (৩০) নামে এক স্কুল শিক্ষিকা সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষিকা বৃষ্টি চকরিয়া উপজেলার বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও পূর্ব বড় ভেওলা সেকান্দর পাড়া এলাকার মাস্টার আবুল কাসেমের মেয়ে।

মারা যাওয়া শিক্ষিকার সত্যতা নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলসাদ আনজুম রুমা।

আজ শনিবার (৭ মে) দুপুরে পেকুয়া উপজেলার মগনানামা বেড়াতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, শনিবার দুপুরের দিকে উপজেলার বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি তার দুই ছেলে- মেয়ে নিয়ে ইজিবাইক (টমটম) যোগে পেকুয়া মগনামায় বেড়াতে যান।

এসময় শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি টমটম গাড়ির চাকায় ওড়না প্যাচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা চমেক হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসে। মৃত্যুকালে তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পাঠকের মতামত: