ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়া-লামা-আলীকদম-থানচি সড়ক পরিবহন মালিক সমিতির তফশীল ঘোষাণা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং ৬৯০) লামা, বান্দরবান পার্বত্য জেলা এর নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে। সমিতির নির্বাচন পরিচালনা কমিটির কমিটির ১৪জানুয়ারী’২২ইং সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপ-সহকারী নিবন্ধক মোঃ জাবেদ মীরজার্দা, কমিটির সদস্য মোহাম্মদ হোছাইন ও সদস্য কামাল আজাদ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন’২২ নিন্মোক্ত তফশীল ঘোষণা করেন।

নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্র বিতরণ ২১ ও ২২জানুয়ারী’২২ইং, মনোনয়ন পত্র দাখিল ২৬জানুয়ারী, মনোনয়ন পত্র বাছাই ও খসড়া ২৯জানুয়ারী, বাতিলকৃত প্রার্থীর আপীল গ্রহন ও শুনানী হবে ১ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ৪ ফেব্রুয়ারী, বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৫ফেব্রুয়ারী। আগামী ১৭ ফেব্রুয়ারী সমিতির কার্যালয়, চকরিয়া উপজেলার ভরামুহুরীস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

 

পাঠকের মতামত: