ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

কৈয়ারবিলে ৩ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডর ভরাইন্যারচর জলদাশপাড়া গ্রামে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইউনিয়নের ভরাইন্যারচর জলদাশপাড়া গ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। পরবর্তীতে পাশের আরো দুইটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে জলদাশপাড়ার কল্পনা বালা জলদাশ, দিলীপ দাশ ও সুনন্দ দাশ নামের তিনজনের বাড়ি পুড়ে গেছে।

ইউপি চেয়ারম্যান বলেন, আগুন লাগার পরপর চকরিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছার আগে তিনটি বাড়ি পুড়ে যায়। অবশ্য ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলে গ্রামের আরো একাধিক বসতবাড়ি অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায়। আগুন লাগার বিষয়টি কোথা থেকে সুত্রপাত ঘটেছে তাঁর সঠিক পরিসংখ্যান জানাতে পারেনি স্থানীয় কেউ। তবে এ ঘটনায় তিনটি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন।

 

পাঠকের মতামত: