ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া বন্ধুসভার মাস্ক ও বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: প্রথম আলো বন্ধুসভা চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে মাস্ক ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চকরিয়া পৌরশহরের ফুড হেভেন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি শোয়াইবুল ইসলাম। বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আইয়ুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, বন্ধুসভার উপদেষ্টা ও ডুলাহাজারা কলেজের অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, বন্ধুসভার উপদেষ্টা ও চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, বন্ধুসভার উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আজিজুল হক, বন্ধুসভার উপদেষ্টা ও সোনালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর চকরিয়ার ব্রাঞ্চ ম্যানেজার এম কে মোহাম্মদ মিরাজ।

এছাড়া বন্ধুসভার সদস্যদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, সাঈদ মুস্তকিম সিফাত, তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রাজু, উপসাংগঠনিক সম্পাদক তাছিন রাজ্জাক আলভী, পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক জাহেদুল আলম, প্রচার সম্পাদক আব্দুল হাই, অর্থ সম্পাদক নাজমুস সালাম তাহি, মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাবরিনা সুলতানা চুহি, উপঅনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমাইয়া আমিরুন্নেচা, নারী বিষয়ক সম্পাদক আসমাউল হোসনা, যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আতিকা সুলতানা লিপি, ফজল করিম প্রমুখ।

পাঠকের মতামত: