বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির সদস্যরা। রবিবার বিকেলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ প্রতিবেদককে এতথ্য নিশ্চিত করা হয়।
সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিঠুন খান ও সাধারণ সম্পাদক লিটন কুমার সহ এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি কামরুল হাসান, আরিফ আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাছিরুল ইসলাম, ইউসুফুল হক, মো. আরাফাত হোসেন, নেওয়াজ শরিফ, আশিবুল আলম চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক ওসমান জয় মানিক, মো. বোরহান উদ্দিন, রাকিব সিকদার, ধ্রুব চন্দ্র বিশ্বাস, মীর মো:ইকবাল হোসেন। দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ওমর ফারুক। প্রচার বিষয়ক সম্পাদক মো. আরিফুল রহমান, উপ-প্রচার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত। অর্থ বিষয়ক সম্পাদক আইযুব উদ্দিন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. সাকিব হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মাহবুবা আক্তার তন্বী। কুবি শাখার কার্যনির্বাহী সদস্য মো. নূর আলম, সাফায়েত মুমিন সরকার সিফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক মু. আবু বকর সিদ্দিক সোহেল ও আবু বকর ছিদ্দিক মাসুম। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত ১২ মে ২০১৯ তারিখে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম এবং সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটির অনুমোদন দেন।
পাঠকের মতামত: