ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমান অর্জন করতে হবে

অনলাইন ডেস্ক ::::

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমান অর্জন করতে হবে। এজন্য শিক্ষক ও শিক্ষাদান পদ্ধতির গুনগত মান বাড়াতে হবে। 

বৃহস্পতিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্524টস বাংলাদেশের (ইউল্যাব) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে প্রযুক্তি ও মানব সম্পদ অপার সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে এ সুযোগকে কাজে লাগাতেই বিশ্ববিদ্যলয়গুলোকে এ মান অর্জন করতে হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের সম্পদ, দেশের শ্রেষ্ঠ মেধাবীদের একাংশ। নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনাদেরকে বিশ্বমানের মানবসম্পদে পরিণত হতে হবে। আনুষ্ঠানিকভাবে শিক্ষাজীবন এখানে শেষ হলেও আপনাদের কর্মজীবন এখান থেকেই শুরু হলো। অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। 

সমাবর্তন বক্তা  অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, বিজ্ঞান অধ্যয়ন করতে হবে মানবিকবোধ থেকে। আর মানবিক বিষয় আত্মস্থ করতে হবে বিজ্ঞান মনস্কতা দিয়ে। আমরা তৈরি হই অনেক মানুষের অনেক অবদানে। তাই একেকজন মানুষকে হয়ে উঠতে হয় অন্য মানুষের স্বজন। 

ইউল্যাবের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ইমরান রহমানের পরিচালনায় সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এর ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ডক্টর কাজী আনিস আহমেদ, ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের পক্ষে বক্তব্য রাখেন ট্রাস্টি সদস্য কাজী ইনাম আহমেদ।

পাঠকের মতামত: