ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার

চকরিয়ায় জাতীয় ভোটার দিবস-২২ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” প্রতিপাদ্যে উপজেলা নির্বাচন অফিস চকরিয়া, কক্সবাজারের আয়োজনে ২মার্চ জাতীয় ভোটার দিবস-২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ, বর্নাঢ্য র‌্যালি, নতুন ভোটারদের ছবি তোলাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ ওসমান গনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসমএম নাসিম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রতন বিশ্বাস, সাংবাদিক এমআর মাহমুদ, আবদুল মজিদ, রফিক আহমদ, মোহাম্মদ উল্লাহ, আলী হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসের সহকারি কর্মকর্তা মোঃ নুরুল হুদা।##

 

পাঠকের মতামত: