ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

৫ লাখ ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দীন ভুলু, টেকনাফ ::
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এস আই মন্জুরুল হক, এস আই জাহিদুল হক, এ এস আই ইয়াকুব, এ এস আই তাপস, এ এস আই পিয়ার, এ এস আই হাফিজ, এ এস আই মোজাম্মেল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন খোনকার পাড়া সাকিনে ১৯ এপ্রিল সকাল সাড়ে পাঁচটায় অভিযান চালিয়ে বিলের মধ্য থেকে অন্যত্র পাচার করার উদ্দেশ্য রাখা ৫ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার কৃত ইয়াবার অনুমান মূল্য সাড়ে ১৬ কোটি টাকা। পুলিশ উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।

ওসি রনজিত কুমার বড়ুয়া উখিয়া নিউজ ডটকমকে জানান, এ পর্যন্ত পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার মধ্যে এটা সর্ববৃহৎ চালান। উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত: