ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

২২ বছর পর ঢাকায় অঞ্জু ঘোষ

চকরিয়া নিউজ ডেস্ক :

শিল্পী সমিতির আমন্ত্রণে ২২ বছর পর ঢাকা এসেছেন ঢালিউডের এক সময়কার দাপুটে নায়িকা অঞ্জু ঘোষ। ব্যবসাসফল ও আলোচিত ছবি ‘বেদের মেয়ে জোৎস্না’খ্যাত এ অভিনেত্রী প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

নানা কারণে জীবনের দীর্ঘ সময় ধরে কলকাতায় বসবাস করছেন তিনি। শিল্পী সমিতির আমন্ত্রণেই অঞ্জু ঘোষের এই ঢাকা সফর বলে জানালেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, অঞ্জু ঘোষ একজন গুণী এবং কিংবদন্তী অভিনেত্রী। ঢাকাই চলচ্চিত্রে এখনো তার মতো গুণী অভিনেত্রীর প্রয়োজন আছে। বৃহস্পতিবার চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে অঞ্জু ঘোষ ঢাকা এসেছেন। রোববার তিনি এফডিসিতে যাবেন। সেখানে তাকে সংবর্ধনা দেয়া হবে।

পাঠকের মতামত: