ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

স্বামীর জন্য দোয়া চাইলেন অপু

opu bঅনলাইন ডেস্ক ::

অসুস্থতা নিয়ে আজ দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এক নিকট আত্মীয়ের সাথে তিনি দুপুরে হাসপাতালে আসেন বলে জানিয়েছে ল্যাব এইড হাসপাতাল।

এদিকে শাকিবের অসুস্থতার খবর জানার পর সবার কাছে দোয়া চেয়েছেন স্ত্রী অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘শাকিবের চাচাতো ভাই মনিরের মাধ্যমে আমি হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি পাই। তিনি আমাকে জানান, সকাল থেকেই তার বুকে ও ঘাড়ে ব্যথা ছিল। তাই নিয়মিত চেকআপের জন্য আজ গিয়েছিল। পরে নাকি সেখানে ভর্তি হতে হয়েছে। আমি বাইরে এসেছিলাম বাসার কিছু কাজে। মাত্রই হাসপাতাল থেকে ফোনে খবরটি পেলাম।’

সম্প্রতি স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকারের জের ধরে দেশজুড়ে তুমুল আলোচনায় আসেন তিনি।

নিউজ ২৪-এ এ দেয়া ওই সাক্ষাতকারে অপু বিশ্বাস জানান, শাকিব খানের সাথে তার বিয়ে হয়েছে এবং তাদের একটি ছেলেও আছে। তার নাম আব্রাহাম খান জয়।

তিনি জানান, শাকিবকে বিয়ে করে তিনি নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়।

কিন্তু শাকিবের কেরিয়ারের কথা বিবেচনা ওই বিয়ের খবরটি সে সময় গোপন রাখা হয়। এবং তিনি চলচ্চিত্র থেকে সরে আসেন।

এ সাক্ষাৎকারকে কেন্দ্র করে গণমাধ্যমের দৃষ্টি কাড়েন শাকিব ও অপু।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাকিব খান আব্রাহাম খান জয় তার সন্তান বলে জানান। তবে বলেন তিনি অপু বিশ্বাসের দায়িত্ব নেবেন না।

একদিন পরই এ বক্তব্য থেকে সরে আসেন তিনি এবং বলেন আগে যা বলেছেন তা তিনি রাগের মাথায় বলেছেন। বরং স্ত্রী ও সন্তানের কাছেই ফিরে যাবেন তিনি।

তার এ বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন অপু বিশ্বাস।

পাঠকের মতামত: