ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

bnpবাংলা ট্রিবিউন :  একই দিনে একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চাওয়ায় কাউকেই সমাবেশ করার অনুমতি দেবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানিয়ে বলেছেন, ‘৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ করার অনুমতি চেয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে কাউকেই সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী ৭ নভেম্বর বিএনপি ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল। বিএনপি নেতারা সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদীও ছিলেন। তবে ৭ ও ৮ নভেম্বর আরও কয়েকটি রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে অনুমতি প্রার্থনা করে।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়েছে। একটি দলকে অনুমতি দিয়ে অন্যান্য দলকে না দিলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ কারণে ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকের পর কাউকেই সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেন।’

 

পাঠকের মতামত: