ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

সেন্টমার্টিন নৌপথে যান চলাচল বন্ধ, টেকনাফে আটকা ঘরমুখো মানুষ

টেকনাফ প্রতিনিধি :::
বিরুপ আবহাওয়ার কারণে গত ১জুলাই থেকে টানা চারদিন সেন্টমার্টিন – টেকনাফ নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে টেকনাফ থেকে পুরোপুরি আমদানি নির্ভর এই দ্বীপের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যাদিসহ চরম খাদ্য সংকটে পড়েছে। এদিকে ট্রলার যাতায়াত বন্ধ থাকায় পবিত্র ঈদুল ফিতর বাবা – মা, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে উৎযাপনের লক্ষ্যে আসা বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীসহ শত শত মানুষ আটকে পড়েছে টেকনাফে। আবার সেন্টমার্টিন থেকে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনও যোগ হয়েছে আটকে পড়াদের সাথে। প্রতিবেদকও আটকে পড়াদের একজন। আজ সকালে বাড়ি (সেন্টমার্টিন) যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার থেকে টেকনাফ আসেন প্রতিবেদক ও চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আব্দুল মালেক। কিন্তু বিপদ সংকেত বহাল থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়নি। দীর্ঘদিন যাতায়াত বন্ধ থাকায় হাতে থাকা টাকা পয়সা ফুরিয়ে অনেকে চরম অর্থ সংকটে পড়েছে। এই অবস্থা বজায় থাকলে মানবেতর দিন খাটাবে টেকনাফে অবস্থানরত শত শত সেন্টমার্টিন দ্বীপের মানুষ। কক্সবাজার হার্ভার্ড কলেজে অধ্যয়নরত ছাত্র মোঃ আইয়ুব বলেন, গত দুই তারিখ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসে আটকে পড়েছি। হাতে থাকা টাকাপয়সাও শেষের পথে জানিনা কি হয়! পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার থেকে নিজ বাড়িতে মায়ের সাথে ঈদ করতে এসেছেন এম এ রহিম জিহাদি। তিনি বলেন, “গতকাল থেকেই আসছি। আবহাওয়ার কোন উন্নতি দেখছিনা, বাচ্চাকাচ্চা নিয়ে খুবই সমস্যায় আছি, মনে হয় আবার কক্সবাজার চলে যেতে হবে “। গত ৩০ জুন ঈদের কেনাকাটা করতে সেন্টমার্টিন থেকে টেকনাফ আসেন পশ্চিম পাড়ার মোঃ আয়ুব আলী। প্রকৃতির মায়ায় পড়ে সেও টেকনাফকে ছাড়তে পারছেন।
পরিস্থিতি দ্রুত উন্নতি হয়ে আসবে। স্বাভাবিক হয়ে আসবে জনজীবন। সেন্টমার্টিনের মানুষ মায়ের কোলে ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করে বিদায়।

পাঠকের মতামত: