ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

সীতাকুণ্ডে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ…..

brekচট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। আস্তানা দুটি ঘিরে রেখেছে পুলিশ। বুধবার দুপুরে দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি ইফতেফার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদ এলাকায় সাধন কুটির নামে একটি দোতলা বাড়ির নিচ তলায় এ মাসে ভাড়ায় উঠে চারজন। মালিক তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে তারা সে পরিচয়পত্র দেয় মালিক তা মিলিয়ে দেখে যে ওই পরিচয়পত্র তাদের না।  মালিক তাদের বাড়ি থেকে বের হতে যেতে বললে তারা মালিককে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় মালিক চিৎকার করলে স্থানীয়রা এসে এক নারী ও এক পুরুষতে আটক করে তাদের খবর দেয়।

তিনি আরও জানান, পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার প্রেমতলার এলাকায় আরেকটি বাড়িতে পুলিশ অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ছোঁড়ে। এতে গুরুতর আহত হয় এক পুলিশ সদস্য। এরপরই সেখানে আরও পুলিশ গিয়ে বাড়িটির ঘিরে রেখেছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা।

পাঠকের মতামত: