সিরিয়ার হোমস ও দামেস্ক নগরীতে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ১৪৩ জন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে রাজধানী দামেস্ক-এর অদূরে অবস্থিত সাঈদা জেইনব এলাকায় পরপর চারটি বোমা বিস্ফোরণে ৮৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সিরিয়ার রাজধানী এবং হোমস শহর রোববার বারবার কেঁপে কেঁপে উঠেছে বিস্ফোরণের ধাক্কায়; দুই নগরেই বাড়ছে মৃতের পরিসংখ্যান। ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, হোমস শহরে নিহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
হোমসে হামলার পর বিস্ফোরণ ঘটে দামেস্কে। আক্রান্ত ও আহতের মানুষ আর্তচিৎকারে ভারী হয়ে উঠে রাজধানীর আকাশ।
তবে, এরই মধ্যে খবরে জানা গেছে, সরকারী বাহিনীর সাথে লড়াইয়ে সিরিয়ার আলেপ্পোতে ইসলামিক স্টেটের প্রায় ৬০ জন জিহাদি নিহত হয়েছে।
যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন যে, আংশিক যুদ্ধ বিরতি দিতে সম্মত হয়েছে রাশিয়া ও অ্যামেরিকা।
রবিবারের এই হামলাগুলোতে মূলত সংখ্যালঘু শিয়া মুসলিমদেরকেই লক্ষবস্তু করা হয়েছে। সিরিয়ার শিয়া মুসলিমদের অত্যন্ত পবিত্র মসজিদ সাঈদা জেইনব-এ অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে দামেস্কের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৮৩ জন এবং আহত হয়েছে কমপক্ষে ১৭৮ জন।
দি আমাক নামের একটি সংবাদ সংস্থা— যেটি আইএস-এর সাথে সম্পৃক্ত— জানিয়েছে, আইএস জঙ্গিরা প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পরে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।
সাঈদ জেয়নব-এ আইএস এর হামলায় আত্মঘাতী বোমা হামলায় গতমাসেও নিহত হন অন্তত ৭১ জন।
পাঠকের মতামত: